মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি : ধর্ষণ, নারী নির্যাতন ও নারী খুনের ঘটনায় মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্র-ছাত্রীদের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সরকারী কলেজের সাধারন ছাত্র/ছাত্রীরা।এসময় তারা অনতিবিলম্বে সকল ধর্ষকদের শাস্তি নিশ্চিত করার দাবী জানান।
সোমবার (১০ মার্চ) দুপুরে মৌলভীবাজার সরকালী কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে ও মৌলভীবাজার সরকালী কলেজের সাধারন শিক্ষার্থী।
এসময় ছাত্রদলের নেতৃবৃন্দ ২১ দিনের মধ্যে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিতের দাবী জানান।
এছাড়াও সাধারন ছাত্র/ছাত্রীদের ব্যানারে করা বিক্ষোভ সমাবেশ ও মিছিলে বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্ঠার পদত্যাগ ও ধর্ষণ, নারী নির্যাতন ও খুনের নিয়মতান্ত্রিকভাবে যথাযথ আইন প্রয়োগ করে দ্রুত শাস্তি নিশ্চিতের দাবী জানান। বক্তারা বলেন, দ্রুত আইনের উন্নতি না ঘটলে তারা আবারও রাজপথে নামবেন।