ঢাকামঙ্গলবার , ১১ মার্চ ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বোয়ালখালীতে দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা অর্থদণ্ড সহ ৬৩ লিটার সয়াবিন তেল জব্দ

বিপ্লব দাস | বোয়ালখালী
মার্চ ১১, ২০২৫ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

বিপ্লব দাস, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : বোয়ালখালীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অতিরিক্ত দাম নেওয়ায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ই মার্চ) উপজেলার জোট পুকুর পাড় ও কানুনগোপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতিমা বলেন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে বাজার মনিটরিং এর অংশ হিসেবে উপজেলার জোট পুকুর পাড় ও কানুনগোপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় লাকি স্টোর উজ্জ্বল দেবকে ৫,০০০ টাকা,  রাসেল স্টোর, মোঃ রাসেলকে- ৭,০০০ টাকা করে ২টি মামলায় মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযান পরিচালনার সময় ওজনে কম দেয়ায় লিটারে ১২০মিলি কম থাকায় ৬৩ লিটার তেল জব্দ করা হয়।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতিমা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।