বিপ্লব দাস, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : বোয়ালখালীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অতিরিক্ত দাম নেওয়ায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ই মার্চ) উপজেলার জোট পুকুর পাড় ও কানুনগোপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতিমা বলেন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে বাজার মনিটরিং এর অংশ হিসেবে উপজেলার জোট পুকুর পাড় ও কানুনগোপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় লাকি স্টোর উজ্জ্বল দেবকে ৫,০০০ টাকা, রাসেল স্টোর, মোঃ রাসেলকে- ৭,০০০ টাকা করে ২টি মামলায় মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযান পরিচালনার সময় ওজনে কম দেয়ায় লিটারে ১২০মিলি কম থাকায় ৬৩ লিটার তেল জব্দ করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতিমা।