বিপ্লব দাস, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জিতি’র নির্দেশে ও আবাসিক মেডিকেল অফিসার ডা. সুফিয়ানের তত্ত্বাবধানে, ব্লাড গ্রুপিং, স্ক্রিনিং, ক্রস ম্যাচিং ও সেইফ ব্লাড ট্রান্সফিউশনসহ সকল কার্যক্রম সম্পন্ন হয়। মেডিকেল টেকনোলজিস্ট জুয়েল কার্যক্রমটি সম্পন্ন করেন।
বুধবার (৫ মার্চ) প্রথম ৫৬ বছর বয়স্ক একজন রোগীকে রক্ত পরিসঞ্চালন করা হয়। পশ্চিম কদুরখীল এলাকার ১৮ বছর বয়স্ক তরুণ খালেদ অপারেশন পূর্ববর্তী রক্তশূণ্যতায় ভোগা একজন রোগীকে রক্তদান করেন।
বোয়ালখালীতে সরকারি বেসরকারি পর্যায়ে এটিই প্রথম রক্ত পরিসঞ্চালন। রোগীটি পাঠিয়েছেন অত্র স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিকস) ডা. স্বরূপানন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।