মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলায় পর্যটন শিল্প বিকাশে জেলা প্রসাশনের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৫ মার্চ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সেমিনারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার কে এম জাহাঙ্গীর হোসেন পিবিএম বার।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ব্যবসা ও প্রশাসন বিভাগ) অধ্যাপক মোঃ আবদুল হামিদ। সেমিনার সঞ্চালনা করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন।
সেমিনারে বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিনিধি, বেসরকারি উন্নয়ন সংস্থা এবং উন্নয়ন সহযোগী সংস্থা, রাজনীতিবিদ, ছাত্র প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।