আজমির রহমান রিশাদ, ডোমার প্রতিনিধি : চলমান অপারেশন ডেভিল হান্টে নীলফামারীর ডোমার উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মহিনুর ইসলাম (৫২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯শে ফেব্রুয়ারী) দুপুরে সদর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মোঃ মহিনুর ইসলাম উপজেলার সদর ইউনিয়নের বড়রাউতা মঞ্জুপাড়া এলাকার মৃত নবার উদ্দিনের পুত্র। তিনি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলা ও ভাংচুরের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।