ঢাকাবুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

৬ বছরেও শ্রীমঙ্গলে বিসিক শিল্পনগরীর কার্যক্রম চালু হয়নি: ৫০ কোটিই জলে!

মজনু বিজয় চৌধুরী | মৌলভীবাজার
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি॥ চা শিল্পের সমৃদ্ধ উপজেলা মৌলভীবাজারের শ্রীমঙ্গল।ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত মৌলভীবাজারের উপজেলা শহর শ্রীমঙ্গল। আবার যেগুলো বরাদ্দ হয়েছে সেখানেও গড়ে ওঠেনি কোনো কারখানা। ফলে দীর্ঘদিন তালাবদ্ধ থাকা বিসিকের সীমানার ভেতরের পুরো এলাকা জঙ্গলে আচ্ছাদিত হয়ে আছে। সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে নির্মাণের ৬ বছরেও মৌলভীবাজারের শ্রীমঙ্গল বিসিক শিল্পনগরীর কার্যক্রম চালু হয়নি। সম্প্রতি অতিরিক্ত কর্মকর্তা হিসেবে একজনকে শ্রীমঙ্গল বিসিকে প্রশাসনিক নিয়োগ দেয়া হলেও মূলত একজন নৈশপ্রহরী ২০ একরের বিশাল এ শিল্প প্রতিষ্ঠানটির দেখাশোনার দায়িত্বে রয়েছেন।

জানা যায়, শ্রীমঙ্গলে ২০১২ সালের জুলাই মাসে ২০ একর জমির উপর শিল্পনগরী প্রতিষ্ঠিত হয়। ১২২টি প্লটের শিল্পনগরী গড়ে তুলতে প্রায় ৫০ কোটি টাকা ব্যয় হয়েছে। কিন্তু ২০১৯ সালে প্রাথমিকভাবে মাত্র ৩টি প্লট ৩ উদ্যোক্তার কাছে বরাদ্দ দেওয়া হয়। পরে ওই ৩ জন আবার টাকা ফেরত নেন। প্রতি শতক জমির দাম ছিল ৩ লাখ ৪৮ হাজার টাকা। ২০২৩-২০২৪ সালের একদম শেষের দিকে শুধুমাত্র কাগজপত্রে ৫৬টি প্লট জেলার বাইরের কিছু শিল্পদ্যোক্তার কাছে বরাদ্দের কথা। সেখানে একজন প্রহরী আছেন। বিসিকের দুটি মানসম্মত ভবন আছে। কিন্তু সেখানে একজন প্রহরী ছাড়া আর কেউ নেই।

সরেজমিনে বিসিক এলাকা ঘুরে দেখা যায়, সেখানে বিসিক কর্মকর্তাদের জন্য নির্মিত একাধিক অফিস ভবন, পাম্প হাউস এবং পাম্প ড্রাইভার কোয়ার্টার, ডাম্পিং ইয়ার্ড, মসজিদ, পুকুর এবং অন্যান্য সুবিধা দিয়ে সুন্দরভাবে নির্মিত। এ ছাড়া এখানে পানি, বিদ্যুৎ, গ্যাসসহ সব ধরনের সুযোগ-সুবিধাও আছে। শিল্পনগরীর বিদ্যুতের মূল্যবান ৭টি ট্রান্সফরমার চুরি গেছে।
এরইমধ্যে এ এতে বিগত কয়েক বছর ধরে পুরো শিল্পনগরী বিদ্যুৎহীন অবস্থায় পড়ে আছে। পাশাপাশি শিল্প নগরীর গ্যাস সংযোগ লাইনের পাইপ চোর চক্র কেটে নিয়ে গেছে। তদারকির অভাবে নির্মিত ভবন কোয়ার্টারসহ অন্য অবকাঠামোগুলো অকেজো হয়ে পড়ছে।

নৈশপ্রহরী বিশ্বজিত জানান, বিশাল এ প্রতিষ্ঠানটিকে একাই তিনি দেখভাল করতে হচ্ছে। একাধিকবার রাতে ডাকাতের হামলায় পড়েছেন। এম এ রকিব নামে এক শিল্পেদ্যোক্তা ক্ষুব্ধ হয়ে শ্রীমঙ্গল বিসিকের এ অবস্থার জন্য প্রশাসনকে দায়ী করলেন।
ব্যবসায়ীরা বলছেন, এখানে প্লটের দাম অনেক বেশি ধরা হয়েছে। তা ছাড়া নিরাপত্তার অভাব আছে। এ কারণে কাঁচামালের প্রাপ্যতা থাকা সত্ত্বেও উদ্যোক্তারা এখানে প্লট নিতে আগ্রহী হচ্ছেন না।

স্থানীয় উদ্যোক্তারা বলছেন, প্রথমে একটি প্লট নিলেও বিসিকের কোনো সুযোগ সুবিধা না থাকায় তা ফিরিয়ে নেন। বর্তমানে কাগজে কলমে প্লট নেয়া শিল্পোদ্যোগক্তাদের সবাই বাইরের জেলার। স্থানীয়ভাবে কেউ নেই।

এদিকে বিসিক শিল্পনগরীর অতিরিক্ত কর্মকর্তা মুনায়েম ওয়ায়েদ জানান, বিদ্যুৎ সংযোগ, নিরাপত্তা ব্যবস্থাসহ প্রয়োজনীয় বিভিন্ন সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার কথা।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন এ শিল্পনগরী সচল করতে সব ধরনের সহায়তার উদ্যোগ নেয়ার কথা জানালেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।