দুমকি ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ট্রেইনিং অন অফিস এন্ড ইটস ফাংশন বিষয়ক দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ই ফেব্রুয়ারী) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্মশালার উদ্বোধন করেন।
আইকিউএসি সেল’র পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দীন এর সভাপতিত্বে এবং আই-কিউ এসি সেল এর ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম টিটো”র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ ।
বিশেষ অতিথির বক্তব্যে প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান বলেন, “অফিস এবং এর কার্যাবলী” বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে অফিসের প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত দক্ষতা বৃদ্ধি পাবে, যা আমাদের বিশ্ববিদ্যালয়কে আরও স্বচ্ছ, কার্যকর ও গতিশীল করে তুলবে।
প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “একটি সুসংগঠিত ও দক্ষ অফিস পরিচালনার জন্য আধুনিক ব্যবস্থাপনা কৌশল, প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং সঠিক দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অফিসের প্রতিটি সদস্যের সমন্বিত প্রচেষ্টা ও পেশাদারিত্বই প্রতিষ্ঠানের সফলতা নিশ্চিত করতে পারে। এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা কার্যকর দাপ্তরিক ব্যবস্থাপনা ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।”
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি’র আরটিসি সেল এর পরিচালক প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ, আই-কিউএসি সেল এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ আবদুল মাসুদ এবং প্রফেসর ড. মোঃ নুর নবী ।
প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত সহকারী রেজিস্ট্রার/সহকারী পরিচালক পদমর্যাদার কর্মকর্তারা অংশ নেন। বিকেল ৫ টায় উক্ত কর্মশালা শেষ হয়।