ঢাকারবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ডোমারে শিশুপার্ক স্থাপনের দাবিতে অবরোধ ও মানববন্ধন

আজমির রহমান রিশাদ | ডোমার প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

আজমির রহমান রিশাদ, ডোমার প্রতিনিধি : শিশুদের বিনোদন, শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে নীলফামারীর ডোমারে শিশুপার্ক স্থাপনের দাবিতে অবরোধ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ই ফেব্রুয়ারী) সকাল ১১টায় পৌর শহরের রেলগেট মোড়ে ডোমারবাসীর আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম-আহ্বায়ক মাহির মুহাম্মদ মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন- নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও এনটিভির জেলা প্রতিনিধি সাংবাদিক ইয়াছিন মোহাম্মদ সিথুন।

এসময় আরও বক্তব্য রাখেন- ডোমার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন (সোহাগ), ডোমার বালিকা বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষিকা মোছাঃ আফসানা ইয়াসমিন আশা, পৌর জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম-আহ্বায়ক হাসানুর আলম রিমুন, উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ মজিদুল ইসলাম, পৌর জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মোঃ রাহিমুজ্জামান রুপক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম-সদস্য সচিব মোঃ রবিন হাসান, সদস্য অর্নব আহমেদ আলিফ প্রমুখ।

ঘণ্টাব্যাপী মানববন্ধন ও অবরোধ কর্মসূচিতে ডোমারের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এব্যাপারে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ বলেন, ডোমারে শিশুপার্ক স্থাপনের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। রবিবার বিকালে ডোমার পৌর ভবনে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।