বিপ্লব দাস : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদন্ডী সর্বজনীন শ্রী শ্রী মা মগধেশ্বরী মাতৃমন্দিরের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গীতাপাঠ প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা, চতুষ্প্রহরব্যাপী হরিনাম সংকীর্ত্তন ও মহোৎসব আগামী ৭ ও ৮ মার্চ (শুক্র ও শনিবার) দুইদিন ব্যাপী বিভিন্ন মাঙলিক কর্মসূচির মধ্যে দিয়ে মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
দুই দিনব্যাপী মাঙ্গলিক কর্মসূচির মধ্যে রয়েছে, উষা আরতি, নগর কীর্ত্তন, গীতা পাঠ প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা, সন্ধ্যা আরতি, অধিবাস কীর্তন, মায়ের ভোগ ও অন্নপ্রসাদ আস্বাদন।
মাঙ্গলিক কর্মসূচির প্রতিটি পর্বে সকল ভক্তবৃন্দদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন মন্দির পরিচালনা স্থায়ী পরিষদ ও উৎসব উদযাপন পরিষদ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।