নাইমুর রহমান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, পূর্ণাঙ্গভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ আল কামাহ তমাল।
শনিবর (১৫ই ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ আল কামাহ তমাল।
এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী, থানা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারন সম্পাদক ওয়াহেদুল ইসলাম ডিফেন্স, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু শহীদ, ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কবির সরকার ও সাংবাদিক জনি সরকার, সাংবাদিক নাইমুর রহমান সহ স্থানীয় অন্যান্য সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, ফুলবাড়ী উপজেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কেউ যদি উপজেলা প্রশাসনের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন মহলে সুবিধা নেওয়ার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। কোনো অবস্থায় কাউকেও ছাড় দেওয়া হবে না। যারা এধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত
দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।