ফয়সাল রহমান জনি, গাইবান্ধা জেলা প্রতিনিধি : “সকল সাংবাদিকের আস্থা, জাতীয় সাংবাদিক সংস্থা” প্রতিপাদ্যে পালিত হলো জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।
জাতীয় সাংবাদিক সংস্থা, গাইবান্ধা জেলা শাখার আয়োজনে গত বুধবার (১২ই ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টায় গোডাউন রোডস্থ (কাঠপট্রি) সাপ্তাহিক অবিরাম পত্রিকার কার্যালয়ে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়।
সাপ্তাহিক অবিরাম পত্রিকার সম্পাদক ও সংস্থার জেলা শাখার সভাপতি হারুন-অর-রশিদ বাদলের সভাপতিত্বে অনাড়ম্বর এই অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে ছিলেন সংস্থার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক একেএম সালাহ উদ্দিন কাশেম।
জাতীয় ও সামাজিক উন্নয়নে গনমাধ্যমের ভূমিকা এবং নিরপেক্ষ ও ন্যায়ের পথে নির্ভীক সাংবাদিকতায় সংস্থাটিকে গনমানুষের আস্থার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা গাইবান্ধা জেলা শাখার সাবেক আহ্বায়ক এ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাফি সরকার, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম বাবু, সদর উপজেলা শাখার সভাপতি কবি, কথাসাহিত্যিক রফিক উদ্দিন আহমেদ ডিজু, সিনিয়র সহ- সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক রানা সরকার।
এসময় আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা আদর্শ কলেজের অধ্যক্ষ জার্জিস আলম, গাইবান্ধা সরকারী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সারোয়ার হোসেন চঞ্চল, সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান, দারুল হুদা মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রাজ্জাক শাহীন, গাইবান্ধা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পিপি এ্যাড.আবু বকর সিদ্দিক ছানা, ইসলামী ব্যাংক গাইবান্ধা শাখার কর্মকর্তা খাইরুল আমীন, এ্যাড.মোহাম্মদ আলী, গাইবান্ধা সরকারী বালক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লাবীব মোর্শেদ রিজেল, আবুল কালাম আজাদ, সাপ্তাহিক পলাশবাড়ী পত্রিকার প্রকাশক ও সম্পাদক উত্তম কুমার, সাংবাদিক আবেদুর রহমান স্বপন, উজ্জল চক্রবর্তী, এ বি এম আব্দুস সাত্তার, শামীম আল সাম্য, শরিফুল ইসলাম খোকন, ফারহান শেখ,তাপস কুমার,রফিকুল আলম, জাতীয় সাংবাদিক সংস্থা গাইবান্ধা জেলা শাখার যুগ্ন স্ধারণ সম্পাদক শাহিন আলম, ফয়সাল রহমান জনি, অর্থ সম্পাদক আসাদুজ্জামান রুবেল, সদর উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক লিটন মিয়া লাকু, সাংগঠনিক সম্পাদক জসিম মিয়া, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, জেলা শাখার কার্যকরী সদস্য সোলায়মান আলী, ইয়ামিন হাসান, সদর উজেলা শাখার কার্যকরী সদস্য শফিকুর রহমান, মোস্তাফিজুর রহমান, স্কাউট লিডার তুহিন, বিশিষ্ট শ্রমিক নেতা আশরাফুল ইসলাম জুয়েল, শিক্ষক লোকমান হোসেন, মনোয়ারুল ইসলাম, আইনজীবি সহকারী আসাদুল হাবীব আসলাম, কবি ও নাট্যকার বিশ্বজিৎ কুমার প্রমুখ। দোয়া ও মোনাজান পরিচালনা করেন কাঠপট্রি জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ নুর আলম।
– ঢাকা২৪টিভি