খালিদ সাইফুল্লাহ প্রিন্স, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়ার কান্দিউড়া ইউনিয়নের দীঘলকুর্শা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির এবং সহকারী শিক্ষক সেলিনা আক্তারের অবসরজনিত বিদায় সংবর্ধনা, অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল কাশেম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইমদাদুল হক।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আফতাব উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: হুমায়ুন দিলদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, মির্জা মোহাম্মদ প্রমুখ
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন স্কুলের শিক্ষক সহ দীঘলকুর্শা রাজিবপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
– ঢাকা২৪টিভি