ঢাকাবৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মির্জাপুরে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

সীমান্ত দাস | স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

সীমান্ত দাস, স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের মির্জাপুরে হেরোইনসহ রুবেল মিয়া (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

বুধবার সন্ধ্যায় উপজেলার সোহাগপাড়া বাজারের বোরহান উদ্দিন সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রুবেল মিয়া উপজেলার গোড়াই জয়েরপাড়ার আব্দুল কাদেরের ছেলে।

বৃহস্পতিবার রুবেলকে টাঙ্গাইল আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠান।

পুলিশ জানায়, পুলিশের চোখ ফাঁকি দিয়ে গ্রেপ্তার রুবেল দীর্ঘদিন ধরে সোহাগপাড়া বাজার এলাকায় হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় ওই এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের অবৈধ বাজার মূল্য ১০ হাজার টাকা।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, গ্রেপ্তার রুবেলের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার টাঙ্গাইল আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠিয়েছেন।

– ঢাকা২৪টিভি 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।