ঢাকাবৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোণার কেন্দুয়ায় কর্মশালা ও স্কুলভিত্তিক আইসিটি ক্লাবের উদ্বোধন

Link Copied!

খালিদ সাইফুল্লাহ প্রিন্স, নেত্রকোনা (কেন্দুয়া) প্রতিনিধি : ইয়ূথ স্কিলআপ ফোরামের আয়োজনে নেত্রকোনার কেন্দুয়ায় চতুর্থ শিল্প বিপ্লব ও আমাদের করণীয় শীর্ষক কর্মশালা এবং স্কুলভিত্তিক আইসিটি ক্লাবের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমদাদুল হক তালুকদার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সায়মা শাহজাহান একাডেমির প্রধান শিক্ষক শহীদুল ইসলাম তালুকদার, উপজেলা সহকারী প্রোগ্রামার আজিজুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নূরুজ্জামান, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভুঁইয়া, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি রহমান জীবন সহ সায়মা শাহজাহান একাডেমির শিক্ষকবৃন্দ।

কেন্দুয়া সদরে অবস্থিত সায়মা শাহজাহান একাডেমির আড়াই শতাধিক শিক্ষার্থীদের নিয়ে ৩ ঘন্টাব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে চতুর্থ শিল্প বিপ্লবে নিজেদের কিভাবে দক্ষতা অর্জনের মাধ্যমে প্রস্তুত করতে হবে সেবিষয়ে আলোকপাত করা হয়‍ এবং অনলাইনে নিজেদের সুরক্ষিত রাখার বিষয়গুলোও তুলে ধরা হয়।

কর্মশালায় চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আলোচনা করে ইয়ূথ স্কিলআপ ফোরাম এর প্রতিষ্ঠাতা মনিরুজ্জামান রাফি ‍এবং অনলাইন সেফটি নিয়ে আলোচনা করে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী এবিএম মোজাহিদ‍। অনুষ্ঠানের সহযোগিতা করেন কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব ও আইটি পার্ক ‍।

এবিষয়ে আইটি পার্কের প্রতিষ্ঠাতা মনিরুজ্জান রাফি বলেন, এই প্রোগ্রামের মূল উদ্দ্যেশ্য হচ্ছে শিক্ষার্থীদের স্কুল পর্যায়েই স্কিলআপ করা‍। যেন তারা স্কুল পর্যায়েই তারা নানা বিষয়ে স্কিল অর্জন করতে পারে। এতে করে যেমন নতুন নতুন উদ্যেক্তা তৈরী হবে ঠিক তেমনি দেশে বেকার এর সংখ্যাও কমবে বলে আমি আশাবাদী। উপজেলার মোট ৮টি স্কুল নিয়ে শুরু হয়েছে এই স্কুল ভিত্তিক আইসিটি ক্লাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।