খালিদ সাইফুল্লাহ প্রিন্স, নেত্রকোনা (কেন্দুয়া) প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়ায় মেসার্স ঢাকা ব্রিকসে বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার নেত্রকোণা জেলা পরিবেশ অধিদপ্তর, কার্যালয়ের উদ্যোগে কেন্দুয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় মেসার্স ঢাকা ব্রিকসে মোবাইল কোর্ট পরিচালনা করে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় মোবাইল কোর্টে বিচারিক হাকিমের দায়িত্ব পালন করেন কেন্দুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এবং প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন নেত্রকোনা জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ জব্বার হোসাইন।
ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা-৫(১)(২)(৩) অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
– ঢাকা২৪টিভি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।