মাদক ও চোরাচালার মাদক সেবন প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে স্থানীয় জনসাধারনদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২রা ফেব্রুয়ারী) বিকাল আনুমানিক ৪টায় হাকিমপুর উপজেলার হিলি সিপি ক্যাম্পের সামনে ২০ বর্ডার গার্ড ব্যাটলিয়নের অধিন্যাস্ত হিলি সিপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ শাহাদাৎ হোসেনের নেতৃত্বে মাদক চোরাচালান ও মাদক সেবন প্রতিরোধ কল্পে স্থানীয় জনসাধারণকে নিয়ে জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন- হিলি সিপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ শাহাদাৎ।
সুবেদার মোঃ শাহাদাৎ হোসেন সকল জনসাধারনদের মাঝে বলেন, মাদক ও চোরাচালন ব্যাব্যসা ভয়াবহ ব্যবসা। এটি দণ্ডনীয় অপরাধ। মাদক সেবন করে যুব সমাজকে ধ্বংস করা যাবে না।
এসময়ে সীমান্ত ঘেষা হিলির বিভিন্ন শ্রেণি-পেশার জনসাধারন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।