ঢাকামঙ্গলবার , ১৩ মে ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালী ভার্সিটিতে, ‘শিক্ষাবান্ধব পরিবহন ব্যবস্থা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

dhaka24
মে ১৩, ২০২৫ ১১:২১ পূর্বাহ্ণ
Link Copied!

দুমকী ও পবিপ্রবি( পটুয়াখালী ) প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কর্মরত গাড়ি চালক ও সহকারীদের জন্য ‘শিক্ষাবান্ধব পরিবহন ব্যবস্থা’ শীর্ষক দিনব্যাপী একটি প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

১১ মে রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) সেমিনারটির আয়োজন করে।

 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা শুধু একটি লজিস্টিক ইউনিট নয়, এটি শিক্ষাবান্ধব ও মানবিক আচরণের অনুশীলনের ক্ষেত্রও বটে। চালক ও সহকারীদের পেশাদারিত্ব, সময়ানুবর্তিতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করে।”

 

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান বলেন, “সুশৃঙ্খল ও সময়োপযোগী পরিবহন ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে গতি আনে। চালক ও সহকারীদের সচেতনতা এ ব্যবস্থাকে আরও কার্যকর করে তুলতে পারে।”

 

কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল লতিফ বলেন, “নিয়মিত প্রশিক্ষণ, আচরণগত উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিবহন ব্যবস্থা আরও আধুনিক ও শিক্ষাবান্ধব করা সম্ভব।”

 

সভাপতিত্ব করেন আইকিউএসি সেলের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন। তিনি বলেন, “চালক ও সহকারীদের শুধু যান্ত্রিক দক্ষতা নয়, সামাজিক ও নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকেও গড়ে তোলা প্রয়োজন। এই সেমিনার সে প্রয়াসেরই অংশ।”

 

ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত সেমিনারে প্রশিক্ষক ছিলেন আইকিউএসি সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. আবদুল মাসুদ, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ নুর নবী, ডেপুটি পরিবহন কর্মকর্তা প্রফেসর ড. মোঃ মুজাহিদুল ইসলাম, ট্রাফিক পুলিশের পরিদর্শক (শহর ও যানবাহন) আইজিএম শাহারিয়াতুল মোতাকাব্বির এবং পবিপ্রবির সাবেক ছাত্র ও বর্তমানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্ট সজিব দেবনাথ।

 

সেমিনারে পবিপ্রবির আইন অনুষদের ডিন প্রফেসর মোঃ জামাল হোসেন, পরিবহন কর্মকর্তা প্রফেসর ড. মোঃ কামাল হোসেনসহ পবিপ্রবিতে কর্মরত চালক ও সহকারীরা অংশ নেন। বিকেল ৫টায় সেমিনারটি শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।