নীলফামারী প্রতিনিধি:
ঐতিহাসিক ২৫ মার্চ গণহত্যা দিবস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ উপলক্ষে নীলফামারীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৫ মার্চ) মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস নীলফামারীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো.নায়িরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মুক্তিযুদ্ধের ইতিহাস ও ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যার নৃশংসতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে বক্তব্য রাখেন নীলফামারী জেলা বিএনপির শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক লুৎফুল আলম চৌধুরী (শুভ), বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আনতাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক (জবা), ছাত্র প্রতিনিধি শ্রেষ্ঠ সরকার ও মোর্শেদ আমান।
সভায় বক্তারা বলেন, ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর নির্মম হত্যাযজ্ঞ চালায়, যা বিশ্ব ইতিহাসের অন্যতম নিষ্ঠুর গণহত্যা। তারা জাতির এই বীর শহীদদের স্মরণ করে তাঁদের আত্মার শান্তি কামনা করেন এবং স্বাধীনতার প্রকৃত চেতনা বজায় রাখার আহ্বান জানান।
এসময় জেলা সহকারী তথ্য কর্মকর্তা মোঃ কবির উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও সভায় অংশ নেন।
সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন এবং ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এর আগে সকালে নীলফামারী সরকারি কলেজ সংলগ্ন বধ্যভূমিতে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।