ঢাকাশুক্রবার , ২১ মার্চ ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ডুমুরিয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা

dhaka24
মার্চ ২১, ২০২৫ ১২:১৬ অপরাহ্ণ
Link Copied!

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনাঃ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয় ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: আল-আমিন সভাপতিত্বে বৃহস্পতিবার (২০শে মার্চ) দুপুর ১২ টায় ডুমুরিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

ত্রৈমাসিক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি মোঃ আলামিন বলেন, সরকারের বিভিন্ন সুবিধার মধ্যে গ্রাম আদালতের আইনের সেবা অন্যতম। এখানে মানুষ অল্প সময়ে, স্বল্প খরচের আইনের সেবা পাচ্ছে। সাধারণ মানুষ ও প্রান্তিক জনগোষ্ঠী একদিকে যেমন স্থানীয় বিরোধের সমাধান, অন্যদিকে উচ্চ আদালত হতে প্রেরিত মামলা নিষ্পত্তির লক্ষ্যে মামলার জট কমানোর জন্য সরকারের এই দৃঢ় পদক্ষেপ। এক্ষেত্রে ইউপি চেয়ারম্যানদের মামলা গ্রহণ ও নিষ্পত্তির ব্যাপারে আরো বেশি সচেতন ও দায়িত্ব পালন করতে হবে। উক্ত কাজে কমিটির সকল সদস্যকে গ্রাম আদালতের কাজকে তদারকি করার জন্য বিশেষভাবে বলা।

ত্রৈমাসিক সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি), গণমাধ্যম কর্মী, গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শিশির চৌকিদার ও মরিয়ম খাতুনসহ কমিটির সকল সদস্যবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।