ঢাকাবুধবার , ১৯ মার্চ ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীতে মহানবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন, গ্রেপ্তার ১

dhaka24
মার্চ ১৯, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও মা আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে তৌহিদি জনতা। আজ (১৯ মার্চ) বুধবার দুপুরে শহরের প্রধান সড়কে ‘নীলফামারীর তৌহিদি জনতা’ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ‘নীলফামারী অনলাইন শপ’ নামের একটি ফেসবুক গ্রুপে Itz Sobuj Ahmed নামে এক ব্যবহারকারী ধর্মীয় অনুভূতিতে আঘাত করে অবমাননাকর মন্তব্য করেছেন। এ ঘটনায় দ্রুত তাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘‘ধর্মীয় অবমাননার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি দেশের মুসলিম সম্প্রদায়ের বিশ্বাসের ওপর আঘাত। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’’

বিক্ষোভে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এ বিষয়ে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার বলেন, ‘‘এ ঘটনায় একটি নিয়মিত মামলা হয়েছে। ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’

এদিকে, এ ঘটনায় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তৌহিদি জনতার নেতারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।