ঢাকাশুক্রবার , ১৪ মার্চ ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে রোজাদার পথচারিদের মাঝে তারেক রহমানের উপহার

মজনু বিজয় চৌধুরী | মৌলভীবাজার
মার্চ ১৪, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রোজাদার পথচারিদের মাঝে ইফতারী প্যাকেট বিতরণ করেছে জেলা বিএনপি। পাশাপাশি ইফতারের প্যাকেট হাতে নিয়ে ঘুরে ঘুরে অসহায় ও শ্রমজীবীদের মাঝেও বিতরণ করা হয়।

এ কার্যক্রম আগামী ২০ রমজান পর্যন্ত নিম্ন আয়ের মানুষ ও পথচারিদের মাঝে বিতরণ করা হবে বলে জানিয়েছে জেলা বিএনপি।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে জেলা শহরের কুসুমবাগ পয়েন্টে রোজাদার পথচারিদের মাঝে ৫ শতাধিক ইফতারির প্যাকেট বিতরণ করা হয়। মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের আর্থিক সহায়তায় ইফতারী প্যাকেটে ছিল আখনি, ছোলা, খেঁজুর, আলুরচপ, পিয়াঁজু। এর সঙ্গে ছিল একটি করে পানির বোতল।

ইফতারী প্যাকেট বিতরণে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।

এতে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সদস্য আলহাজ আব্দুল মুকিত, সাবেক সহ-সভাপতি আলহাজ আয়াছ আহমদ, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ মমশাদ আহমদ, যুগ্ম-আহ্বায়ক সরওয়ার মজুমদার ইমন, সদস্য রেজা করিম ও মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমদ প্রমুখ সহ অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সবজি বিক্রেতা মো. রফিক মিয়া বলেন, বাজারে ইফতার করলে ৫০-৬০ টাকা খরচ হয়। কিন্ত বিএনপির পক্ষ থেকে ইফতার পাওয়ায় আমাদের এই টাকাটা বেঁচে গেছে। শুধু আমি নই আমার মতো অনেকেই এখান থেকে ইফতারী নিয়েছেন। এদের মধ্যে ইজিবাইক, ভ্যানচালক,অসহায়,দুস্থ ও পথচারীরা সেখান থেকে বিনামূল্যে ইফতার নিয়ে গেছেন। ইফতারী প্যাকেট উপহার পেয়ে সবাই খুশী হন।

মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে আগামী ২০ রমজান পর্যন্ত প্রতিদিন জেলা শহরের বিভিন্ন পয়েন্টে রোজাদার পথচারিদের মাঝে ইফতার ও পানির বোতল উপহার হিসেবে বিতরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।