ঢাকাসোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীতে বিজিবির অভিযানে ৪৩ লক্ষাধিক টাকার হেরোইন জব্দ

নবিজুল ইসলাম নবীন | নীলফামারী প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

নবিজুল ইসলাম নবীন, নীলফামারী প্রতিনিধি : বিজিবির নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর অভিযানে ২ কেজি ১৭০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৪৩ লক্ষ ৪০ হাজার টাকা।

গোপন সূত্রের ভিত্তিতে ৫৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা, এএসসি-এর পরিকল্পনা ও নির্দেশনায় রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন-এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল দারোয়ানী টেক্সটাইল এলাকায় ব্যাটালিয়ন সদর গেইটের সামনে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় ডোমার-সৈয়দপুরগামী সারোয়ার এন্টারপ্রাইজের (বগুড়া-জ-১১-০০৬১) একটি বাসে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় মাদকের এ চালান জব্দ করা হয়।

 

— জব্দকৃত মাদকদ্রব্য।

 

আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে জব্দকৃত সদৃশ্য হেরোইনের নমুনা ল্যাব টেস্টের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

এবিষয়ে ৫৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, “সীমান্ত এলাকাগুলো দিয়ে পার্শ্ববর্তী দেশ হতে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। যে কোনো মূল্যে দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় ৫৬ বিজিবি নিয়মিত গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছে এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।