বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : বোয়ালখালীতে শীর্ষ মাদক ব্যবসায়ী মো: সাইফুল (৩৯) কে আটক করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৩ই ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সেনাবাহিনীর বোয়ালখালী ক্যাম্পের দায়িত্বরত মেজর রাসেলের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে কালুরঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী সাইফুল উপজেলার শাকপুরা ইউনিয়নের ঘোষখীল এলাকার আহমদ ছফার ছেলে।
সেনাবাহিনী বোয়ালখালী ক্যাম্প এর দায়িত্বরত মেজর রাসেল জানান, সাইফুলকে জিজ্ঞাসাবাদে অনেক তথ্য দিয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে অভিযান পরিচালনা করা হবে এবং তাকে আইন অনুযায়ী পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
– ঢাকা২৪টিভি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।