মোঃ আব্দুর রব: সিলেট বিভাগীয় ব্যুরো প্রধানঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন এবং উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৩ মে বিকাল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন পরিষদের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
সভায় সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডি. এম. সাদিক আল সাফিন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন পরিষদের সভাপতি ও লেখক-গবেষক আহমদ সিরাজ।
অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম. এ. ওয়াহিদ রুলু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. ইমাদ উদ্দিন, পরিষদের সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ বাবুল, তাঁত শিল্প উদ্যোক্তা ও কলাবতী শাড়ির উদ্ভাবক রাধাবতী দেবী, বাঁশ-বেত শিল্প উদ্যোক্তা সোমা বিশ্বাস এবং টমেটো চাষি ব্রজেন্দ্র সিংহ প্রমুখ।
জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন তার বক্তব্যে বলেন, “কমলগঞ্জ উপজেলার ভাষাগত বৈচিত্র্য ও কুটির শিল্পসমূহ একে একটি রঙিন শিল্পমালায় পরিণত করেছে। ইতোমধ্যে মণিপুরি তাঁত শিল্প জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে, যা আমাদের জন্য গর্বের বিষয়।”
তিনি উদ্যোক্তাদের জন্য যথাযথ প্রশিক্ষণ, সহজ শর্তে ব্যাংক ঋণ এবং সরকারি সহায়তার প্রতিশ্রুতি দেন। এছাড়াও ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নের লক্ষ্যে প্রধান উপদেষ্টার দপ্তরে প্রস্তাবনা পাঠানোর কথাও জানান তিনি।
সভা শেষে উদ্যোক্তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং তারা সরকারি সহায়তার আশ্বাসে আশাবাদী হন।