ঢাকামঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-৩

নাইমুর রহমান | ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ট্রাক্টর এর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

রোববার (২রা ফেব্রুয়ারী) সকাল সাড়ে নয়টায় উপজেলার চিন্তামণ তেলের পাম্প থেকে তেল নিয়ে ট্রাকটি ফুলবাড়ীর দিকে আসছিল। বিপরীত দিক থেকে টাইলস মিস্ত্রিকে নিয়ে স্কুল শিক্ষক সাগর হোসেন (২৫) বাড়িতে যাচ্ছিল। তেলের পাম্পের কাছে ট্র্যাকটরটিকে মোটরসাইকেল ওভারটেক করতে গেলে ট্রাকটরটি মোটরসাইকেলকে চাপা দেয় এবং মোটরসাইকেল চালক সাগর হোসেন ঘটনাস্থলেই নিহত হন। ট্রাক্টরটি রাস্তার পাশে উল্টে গেলে ট্রাকে চালক আহত হন।

আহতরা হলেন- উত্তর সুজাপুরের শহীদ হোসেনের পুত্র বিশাল হোসেন, আতিয়ার রহমানের পুত্র আশরাফুল ইসলাম ও মুক্তার হোসেনের পুত্র সাদ্দাম হোসেন।

নিহত মোটরসাইকেল চালক সাগর হোসেন মালঞ্চা দামার মোড় নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক। তিনি হরগোবিন্দপুর গ্রামের মো. আবু তালেব হোসেনের পুত্র।

মালঞ্চা দামার মোড় নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আজিজুল হক জানান, দুর্ঘটনায় নিহত সাগর হোসেন আমার স্কুলের সহকারী শিক্ষক ছিলেন। তিনি ফুলবাড়ী থেকে গ্রামের বাড়ি হরগোবিন্দপুর যাচ্ছিলেন। চিন্তামণ তেলের পাম্পের কাছে ট্রাকের সাথে এ দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলেই নিহত হন। তিনি অবিবাহিত ছিলেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)এ কে এম খন্দকার মহিব্বুল জানান, ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের দুর্ঘটনায় একজন শিক্ষক মারা গেছেন।
ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।