বিশেষ প্রতিনিধি (চট্টগ্রাম) : বোয়ালখালীতে অস্ত্রসহ দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে বোয়ালখালী থানা পুলিশ।
রবিবার (১১ই মে) ভোরে অভিযান পরিচালনা করে তাদেরকে শাকপুরা ইউনিয়নের মিলেটারিপুল এলাকা থেকে গ্রেফতার করা হয়।
আটককৃত মো: গিয়াস উদ্দিন(৩১) পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ও মো: বছিরুল হক (২৯) পৌরসভা ছাত্রলীগ নেতা।
পটিয়া উপজেলার ছনখরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফুল গাজীর বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে মোঃ বছিরুল হক প্রঃ শাহিন (২৩) ও হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন এলাকার খালেক মেম্বারের বাড়ির নুরুল আবছারের ছেলে মোঃ গিয়াস উদ্দিন (৩১)।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, পটিয়ার দুই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকে অস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পটিয়া থানায় একাধি মামলা রয়েছে। আমরা আইনী প্রক্রিয়া শেষ করে আদালতে প্রেরন করা হবে।