মোঃ আব্দুর রব, সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান : সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই’২৪ গণঅভ্যূত্থানে আহত জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ই মে) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। এতে সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
অনুষ্ঠানে বিশেষ সুনামগঞ্জ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, সিভিল সার্জন ডা: জসিম উদ্দিন।
অনুষ্ঠানে এ ছাড়াও বক্তব্য রাখেন বক্তব্য রাখেন আহত যোদ্ধা ফয়সল আহমদ, আহত যোদ্ধা সাংবাদিক আল হেলাল।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পেশ করেন ক্বারী মাহবুবুর রহমান। পরে চেক বিতরণ করেন অতিথিরা।
পরে জুলাই’২৪ গণঅভ্যূত্থানে আহত জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
সুনামগঞ্জ জেলায় ২৭২ জনকে প্রতিজনে ১ লাখ টাকা করে চেক প্রদান করা হয়।