বিপ্লব দাস, বোয়ালখালী : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ বৌদ্ধ কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে মতবিনিময় ও ২৩টি বিহারে চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (৩রা মার্চ) বিকাল ৩টায় বোয়ালখালীর কধূরখীল মারজিন বিহার মিলনায়তনে বৌদ্ধ কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি বাবু রুবেল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক মোঃ এরশাদ উল্লাহ।
প্যাগোডা ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চট্টগ্রামের ফিল্ড সুপারভাইজার মোঃ গোলাম মোস্তফার উপস্থাপনায় ও শ্রীপুর আদি শাক্যমনি বিহারের অধ্যক্ষ ভদন্ত পরমানন্দ মহাস্থবিরের মঙ্গলাচরণের মাধ্যমে এতে আশীর্বাদক ছিলেন- কধুরখীল মারজিন বিহারের অধ্যক্ষ ভদন্ত দীপানন্দ স্থবির, শাকপুরা প্রজ্ঞাবংশ বিদর্শন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ শীলপ্রিয় থের, বৈদ্যপাড়া বোধিদ্রুম বিহারের অধ্যক্ষ মৈত্রী প্রিয় ভিক্ষু, জ্যৈষ্টপুরা শরণংকর বিহারের অধ্যক্ষ প্রজ্ঞারশ্মি ভিক্ষু।
এতে বিশেষ অতিথি ছিলেন- মহানগর বিএনপির দপ্তর সম্পাদক শওকত আজম খাজা, কারাপরিদর্শক মোঃ জাফর, উপজেলা বিএনপির আহ্বায়ক শওকত আলম, বিএনপি নেতা নুরুল করিম নুরু, আবুল হাসেম, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি অধীর বড়ুয়া, সাংবাদিক বিপ্লব বড়ুয়া বিজয়, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের আহ্বায়ক সমীরন বড়ুয়া টিটু, নবনির্বাচিত কার্যকরী সভাপতি মিলু বড়ুয়া, ইউপি মেম্বার মোহাম্মদ হাসান চৌধুরী। বক্তব্য রাখেন- বাবু এনটন বড়ুয়া সহ বিভিন্ন বৌদ্ধ বিহারের প্রতিনিধিবৃন্দ।
এসময় এরশাদ উল্লাহ বলেন, সমাজ-রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করতে হলে সবাইকে সঠিকভাবে ধর্মীয় অনুশীলন মেনে চলতে হবে। নচেৎ কখনো শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।