ঢাকাবৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

শ্রীমঙ্গলে যানজট নিরসনের লক্ষ্যে মতবিনিময় সভা

মজনু বিজয় চৌধুরী | মৌলভীবাজার
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি : পবিত্র মাহে রমজান মাস সামনে রেখে শহরের যানজট নিরসনের লক্ষ্যে বিভিন্ন সেক্টরের স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনগণের ভোগান্তি লাঘব ও শহরের যানজট নিরসনের লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন।

এতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভা নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. ইয়াকুব আলী সহ ট্রাফিক পুলিশ, রেলওয়ে পুলিশ ও টুরিস্ট পুলিশের কর্মকর্তা, পরিবহন সেক্টরের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।

যানজট নিরসনে বক্তারা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এ সময় বক্তারা বলেন নিজে থেকে সচেতন না হলে শহরের যানজট নিরসন কষ্টকর হবে। তাই সকলকে নিজে থেকে সচেতন হয়ে যানজট নিরশনে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান বক্তারা। এছাড়াও যানজট নিরসনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যা অচিরেই বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু করবে উপজেলা প্রশাসন ও যানজট নিরসনের জন্য গঠিত নব কমিটির নেতৃবৃন্দরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।