মাহবুব হোসেন মেজর, দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় মুন্সি পাড়া গ্রামে আতিয়ার রহমান ও তাহার স্ত্রী জাহানারা বেগমকে বসত বাড়ীর খলিয়ানে গাছ কাটাকে কেন্দ্র করে ডাবল হত্যা কান্ড হয়। এ হত্যা মামলা একই গ্রামের একই মহল্লার লুৎফর রহমান সহ ৯ জন আসামী কে হাকিমপুর থানা পুলিশ ধৃত করে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করেন হাকিমপুর থানা পুলিশ।এই মামলায় হাকিমপুর থানা তৎকালীন অফিসার ইনচার্জ মোঃ আবু সায়েম মিয়া চার্জশিট বিজ্ঞ আদালতে দাখিল করেন। নিহত ডবল হত্যা মামলার সন্তান মোঃ আজিজ আহম্মেদ জয় বিজ্ঞ দিনাজপুর আদালতে একটি লিখিত না রাজি দাখিল করিলে বিজ্ঞ্য আদালত পিবিআই দিনাজপুর তদন্ত দাখিল করে প্রতিবেদন দেয়ার জন্য আদেশ প্রদান করিলে করিলে এই মামলার স্বরেজমিন গিয়ে গুরত্বপুর্ন ঘটনাস্থল আজ বৃহস্প্রতিবার পরিদর্শন করেন দিনাজপুর এ্যাডিশনাল ডি আই জি, পি বি আই প্রধান মোঃ মাহফুজ্জামান আশরাফ। সঙ্গে ছিলেন দিনাজপুর পিবিআই উপ-পরিদর্শক মোঃ বিরাজ উদ্দিন সহ বেশ কিছু পি বি আই সদস্যবৃন্দ।