ঢাকাবুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

শহরকে দূষণমুক্ত রাখতে “ক্লিন শ্রীমঙ্গল” নামে পৌরসভার পরিছন্নতা অভিযান

মজনু বিজয় চৌধুরী | মৌলভীবাজার
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি : ধুলা-বালু থেকে পৌরসভাকে দূষণমুক্ত করতে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে শ্রীমঙ্গল পৌরসভা কর্তৃপক্ষ। এ উদ্যোগের কারণে শহরে চলাচলে কিছুটা স্বস্তি ফিরবে বলে সাধারণ মানুষ জানিয়েছে।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন এর নির্দেশনায় শহরের সৌন্দর্য বর্ধন এবং শহরকে দূষণমুক্ত করতে পৌরসভার রাস্তার উভয় পাশে বালু সরানোর কাজ শুরু করা হয়েছে।

বুধবার ২৬ ফেব্রুয়ারি দুপুরে “ক্লিন শ্রীমঙ্গল” নামে পরিছন্নতা অভিযানে নেমেছে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম। সাধারণ পথচারীরা আশাবাদী এ কার্যক্রম বাস্তবায়ন করলে শ্রীমঙ্গল শহর একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে ওঠবে। পাশাপাশি এ কাজ অব্যাহত রাখর পরামর্শ দেন সাধারন পথচারীরা।

এ বিষয়ে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন- আমরা আমাদের প্রশাসকের সার্বিক দিকনির্দেশনায় পৌরসভার সকল স্টাফ নিরলস কাজ করে যাচ্ছি। তিনি বলেন, আমাদের কাজ হল সুবিধে নিশ্চিত করা এবং জনদুর্ভোগ লাঘব করা, আর আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এছাড়াও শহরকে যানজট মুক্ত ও পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।