মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি : ধুলা-বালু থেকে পৌরসভাকে দূষণমুক্ত করতে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে শ্রীমঙ্গল পৌরসভা কর্তৃপক্ষ। এ উদ্যোগের কারণে শহরে চলাচলে কিছুটা স্বস্তি ফিরবে বলে সাধারণ মানুষ জানিয়েছে।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন এর নির্দেশনায় শহরের সৌন্দর্য বর্ধন এবং শহরকে দূষণমুক্ত করতে পৌরসভার রাস্তার উভয় পাশে বালু সরানোর কাজ শুরু করা হয়েছে।
বুধবার ২৬ ফেব্রুয়ারি দুপুরে “ক্লিন শ্রীমঙ্গল” নামে পরিছন্নতা অভিযানে নেমেছে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম। সাধারণ পথচারীরা আশাবাদী এ কার্যক্রম বাস্তবায়ন করলে শ্রীমঙ্গল শহর একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে ওঠবে। পাশাপাশি এ কাজ অব্যাহত রাখর পরামর্শ দেন সাধারন পথচারীরা।
এ বিষয়ে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন- আমরা আমাদের প্রশাসকের সার্বিক দিকনির্দেশনায় পৌরসভার সকল স্টাফ নিরলস কাজ করে যাচ্ছি। তিনি বলেন, আমাদের কাজ হল সুবিধে নিশ্চিত করা এবং জনদুর্ভোগ লাঘব করা, আর আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এছাড়াও শহরকে যানজট মুক্ত ও পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।