মাহবুব হোসেন মেজর, দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুর জেলার হাকিমপুর থানা চত্বরে হাকিমপুর থানার আয়োজনে মঙ্গলবার (২৬শে ফেব্রুয়ারী) বেলা ১২টায় হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সুজন মিঞার সভাপতিত্বে ওপেন ডে হাউস অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর নবাগত পুলিশ সুপার মোঃ মারুফাত হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আনোয়ার হোসেন, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, হাকিমপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও হাকিমপুর পৌর সাবেক মেয়র মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী,। হাকিমপুর থানা পুলিশ পরিদর্শক এস এম, জাহাঙ্গীর আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন- হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম(জাহিদ), উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ মাহবুব হোসেন মেজর, উপজেলা জামায়াতের আমির মোঃ আমিনুল ইসলাম, সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান মোছাঃ আকতারা বানু, ২নং বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল ইসলাম, খট্রা মাধবপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ছামসুল ইসলাম ও সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন লাবু সহ হাকিমপুর উপজেলা বিভিন্ন শ্রেনির পেশা জি্বি ও সর্বস্তরের জনসাধারন, ৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারগন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।