নীলফামারী প্রতিনিধি : নীলফামারী দলিল লেখক সমিতি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে ১লা জানুয়ারী। পূর্ণাঙ্গ কমিটির মেয়াদ শেষ হলে দলিল লেখক আফতাব উদ্দিন সরকারকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
কমিটির আহ্বায়ক আফতাব উদ্দিন সরকার বলেন, ১লা জানুয়ারী আমরা দায়িত্ব গ্রহণ করি। আগামী তিন মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে একটি পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে। বর্তমানে সমিতির ভোটার সংখ্যা রয়েছে ৯৪ জন। দলিল লেখক নিবন্ধিত সদস্য সংখ্যা ১৩৭ জন। সহকারী রয়েছে ১৫০ জন। সরকারিভাবে দলিল লেখকরা কোনো পারিশ্রমিক পান না। সরকার আমাদের পারিশ্রমিক নির্ধারন করে দিলে আমাদের সুবিধা হত। জমির ক্রেতা-বিক্রেতাকে সন্তষ্ট করে তাদের কাছে আমরা পারিশ্রমিক নেই। সেই পারিশ্রমিক থেকে ২৭০ টাকা করে প্রতিদিন সংগঠনের তহবিলে জমা করা হয়। এই টাকা দিয়ে সমিতির বিভিন্ন কাজে ব্যবহার করি। একটি মসজিদ রয়েছে মসজিদটি পরিচালনা করি। সমিতির কোনো সদস্য মারা গেলে আমরা ঐ পরিবার পাশে দাঁড়াই ও আর্থিকভাবে সহযোগিতা করি। দলিল লেখক সমিতির এই অফিসে বসেই নীলফামারী সদর উপজেলার ১৫টি ইউনয়নের জমি ক্রেতা-বিক্রেতার দলিল নিখুঁতভাবে রেকর্ড করা হয়।