মোঃ নাইমুর রহমান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : পুলিশ ও জনগণের মাঝে সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে এবং জনগণের সুবিধা ও অসুবিধার কথা শুনতে প্রতিবছরের ন্যায় অনুষ্ঠিত হলো ওপেন হাউজ ডে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিন্নাহ আল মামুন। এতে সভাপতিত্ব করেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মুহিব্বুল।
অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিগন, শিক্ষক সমিতি, হিন্দু, বৌদ্ধ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ, ও স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন বলেন, “পুলিশ জনগণের বন্ধু। আইনের শাসন প্রতিষ্ঠায় এবং নাগরিক সুরক্ষা নিশ্চিত করতে জনগণের সহযোগিতা গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”
সভাপতির বক্তব্যে ওসি একেএম খন্দকার মুহিব্বুল বলেন, ফুলবাড়ী থানার পুলিশ সর্বদা জনগণের পাশে থেকে কাজ করছে। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে আমরা বদ্ধপরিকর।
এসময় উপস্থিত অতিথিরা আইনশৃঙ্খলা পরিস্থিতি, নারী ও শিশু নির্যাতন, সড়ক নিরাপত্তা, মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন বিষয়ে মুক্ত আলোচনা করেন।
স্থানীয় জনগণ পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।