ঢাকাশনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য এএসআই সাময়িক বরখাস্ত

সীমান্ত দাস | স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সীমান্ত দাস, স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিকুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান তাকে বরখাস্ত করেন। পরে রাতেই তাকে টাঙ্গাইল পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে বলে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানিয়েছেন।

তিনি জানান, ডাকাতির শিকার ভুক্তভোগীরা গত ১৮ ফেব্রুয়ারী সকালে মির্জাপুর থানায় মামলা করতে আসেন। ওই সময়ে এএসআই আতিকুজ্জামান মির্জাপুর থানার ডিউটি অফিসারের দায়িত্ব পালন করছিলেন। এসময় তিনি ওসি সাহেব থানায় নেই বলে তাদের অপেক্ষা করতে বলেন। কিন্ত অভিযোগকারীদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তারা অভিযোগ না করে থানা থেকে ফিরে যান। এসময় ডিউটি অফিসারের দায়িত্বে থাকা এএসআই আতিকুজ্জামান অভিযোগকারীদের নাম মোবাইল ফোন নাম্বারসহ কোন তথ্যই ডায়রিভুক্ত না করায় দায়িত্বে অবহেলা হয়েছেন বলে প্রমাণিত হয়।

উল্লেখ গত ১৮ ফেব্রুয়ারি রাত অনুমান ০১.৪৫ মিনিট থেকে রাত অনুমান ০৪.০০ ঘটিকা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঢাকা-রাজশাহী পথের ইউনিক রোড রয়েলস্ পরিবহনের একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনা ঘটে। ঘটনার তিন দিন পর শুক্রবার ভোরে মির্জাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়। ডাকাতদের কবলে পড়া ওমর আলী নামের এক যাত্রী বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। মির্জাপুর থানার মামলা নং- ১৭(০২)২৫।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।