দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : দুমকি উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতার দখলে থাকা প্রায় ৪০ শতাংশ জমি ভোগদখলে গেলো কবলা দলিল মালিক।
বুধবার (১৯শে ফেব্রুয়ারি) সকালে লুথারান হাসপাতাল রোডে ৪টি প্লটে মৃত সেকান্দার আলী খানের ওয়ারিশরা ওই জমিতে একটি টিনশেড ঘর বাকি তিনটি প্লোটে কাঠের বেড়া সাইনবোর্ড সাটিয়ে রাখেন।
বিগত দিনে তাকে জমি বুঝিয়ে দেওয়ার জন্য একাধিকবার বললে সে কোনো কর্নপাত করেনি, তারপর সেকান্দার আলী খান এর ওয়ারিশেরা এসপি অফিসে এবং দুমকি থানায় একাধিকবার লিখিত অভিযোগ দিলে প্রশাসন ডাকলে সাড়া দেয়নি, আবুল কালাম আজাদ মৃধা। দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতির ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন ধরে ওই জমি দখলে রাখেন।
দুমকি উপজেলায় সেই আওয়ামী লীগ নেতার দখলে থাকা জমি
সেকান্দার আলী খান গংরা দখলে যান। দখলে যাওয়ার পর, মৃত কাছেম আলী মৃধার সন্তানরা বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে এবং প্রান নাসের হুমকি দিচ্ছে।
জানা গেছে দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ তার পিতা: দাতা :কাছেম আলী মৃধা ১৯৪৮ সালের, পটুয়াখালী সাব রেজিস্ট্রার অফিসে এসে কবলা দলিল দেন, এস এ খতিয়ান নং ৫১৫, সৃজিত খতিয়ান নং ১০১২,দাগ নং ১৩৩০,১৫৫৭,১৫৫৯,১৫৭২,জমির পরিমান ৪০ শতংশ।
এবিষয়ে আবুল কালাম আজাদকে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।মামলার ভয়ে গা ঢাকা দিয়েছে। বিএনপি অফিস ভাংচুরের মামলার আসামি পালিয়ে বেড়াচ্ছে বলে জানা গেছে।