মোঃ নাইমুর রহমান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীর নিমতলায় গত রবিবার (৯ই মার্চ) বেলা দুটায় মাগুরার আলোচিত শিশু ধর্ষণের ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় নাগরিক কমিটি ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে ধর্ষকদের বিচারের দাবিতে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন -ফুলবাড়ী দোকান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ও খনি বিরোধী আন্দোলনে অন্যতম নেতা হামিদুল হক,জাতীয় নাগরিক কমিটি, ফুলবাড়ী প্রতিনিধি ইমরান চৌধুরী নিশাদ ও জাকির আহম্মেদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক আশিকুজ্জামান জয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুরের সংগঠক আমিনুল ইসলাম ও বৈষম্যবিরোধী ছাত্রনেতা শিহাব ইসলাম।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় শিক্ষার্থী-সুধীজন ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।