দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় ‘ফেমাস ব্রিকস’ নামের একটি অবৈধ ইটভাটা উচ্ছেদের সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আখতার নিলয়ের ওপর হামলার ঘটনা ঘটেছে।
আবাসিক ও আবাদি জমির পাশে বৈধ কাগজপত্র (লাইসেন্স) ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন গড়ে ওঠা ইটভাটাটিতে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ করতে যায়। এ সময় মালিকপক্ষ কাইউম, আকবর, আবু বকর, সহ কয়েক জন, তাদের ওপর হামলা চালায়।
মালিকপক্ষের দাবি, কোনো নোটিশ না দিয়ে প্রশাসন তাদের ইটভাটা ভাঙতে শুরু করে।
এবিষয়ে ভ্রাম্যমাণ আদালতের প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আখতার নিলয় বলেন, অবৈধ ইটভাটার চিমনি গুড়িয়ে দেওয়া হয়েছে।
হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তারা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।