ঢাকামঙ্গলবার , ৪ মার্চ ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সাত দফা দাবী বাস্তবায়নে নীলফামারীতে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

Link Copied!

নবিজুল ইসলাম নবীন, নীলফামারী প্রতিনিধি : সাত দফা দাবী বাস্তবায়নে নীলফামারীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সদর উপজেলা শাখা।

মঙ্গলবার দুপুরে সংগঠনের জেলা সহ-সভাপতি সৈয়দ রাকিব হাসান মিশুক ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের নেতৃত্বে সংগঠনের নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামকে স্মারকলিপি প্রদান করেন। এসময় সংগঠনের সদস্য অকছেদ আলী, বাবু উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জিগজ্যাগ ভাটায় কোন প্রকার হয়রানী বা মোবাইল কোর্ট করা যাবে না, ইটভাটা বন্ধ করতে হলে সরকারী ভাবে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে বন্ধ করতে হবে, মাটি কাটার জন্য ডিসির প্রত্যয়ন নেয়ার বিধান বাতিল, ইটভাটাকে শিল্প হিসেবে ঘোষণা, দীর্ঘমেয়াদী পূর্নাঙ্গ নীতিমালা প্রণয়ন করতে হবে।

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি জেলা সহ-সভাপতি সৈয়দ রাকিব হাসান মিশুক জানান, প্রায় দেড় হাজার শ্রমিক জীবিকা নির্বাহ করে এই ইটভাটাগুলোতে। বিগত ৪০ বছর ধরে চলে আসছে এসব ভাটা। কাষ্টমস ভ্যাট, জমির খাজনা, বিএসটিআই, ফায়ার সার্ভিস লাইসেন্স, শ্রম অধিদপ্তরের লাইসেন্স, ট্রেড লাইসেন্স বাবদ প্রতি বছর প্রায় ২০লাখ টাকা রাজস্ব দিয়ে আসছে মালিকরা। এছাড়া ইটভাটা পরিচালনায় অন্যান্য খাতের জন্য ব্যাংক ঋণ রয়েছে। এসব ভাটা বন্ধ করলে চরম বিপাকের মধ্যে পড়বে মালিক শ্রমিকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।