জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে পবিত্রতা রক্ষা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে র্যালী ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে শহরের কাছারি মাঠ জামে মসজিদে থেকে একটি র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে একটি পথ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট ইয়াসির আলী সরকার, ফুলবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মালেক, সেক্রেটারি আব্দুর রহমানসহ আর অনেকে। র্যালীতে জামায়াতে ইসলামী, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার আহ্বান জানান।