ঢাকারবিবার , ২ মার্চ ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মির্জাপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া কলেজছাত্রের ট্রেনে কাটা পড়ে মৃত্যু

সীমান্ত দাস | স্টাফ রিপোর্টার
মার্চ ২, ২০২৫ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

সীমান্ত দাস, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া কলেজছাত্রের ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে মির্জাপুর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। শনিবার সকালে তার লাশ উদ্ধার করে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ। নিহত কলেজছাত্রের পরিচয় পাওয়া যায়নি।

মির্জাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ট্রেনের খোঁজ নিতে অজ্ঞাত পরিচয় যুবক স্টেশনে আসেন। স্টেশন মাস্টারের সঙ্গে কথা হলে জানান তিনি একজন কলেজছাত্র। ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশে বাসে উঠেন। বাসে তাকে নেশা জাতীয় দ্রব্য খাওয়ানো হলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। রাতে তাকে বাস থেকে মির্জাপুরে নামিয়ে দেওয়া হয়। এরপর তিনি ট্রেনে গন্তব্যে যাওয়ার জন্য রেল স্টেশনে এসেছেন। এসময় স্টেশন মাস্টার তাকে জানান, রাতে মির্জাপুর থেকে কোনো ট্রেন তিনি পাবেন না। তারপর তিনি স্টেশন মাস্টারের কক্ষ থেকে বের হয়ে আসেন। শনিবার সকালে তিনি শুনতে পান স্টেশনের কাছে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। পরে তিনি সেখানে গিয়ে দেখতে পান রাতে কথা বলা সেই কলেজছাত্রের মৃতদেহ।

কোন ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে তা সঠিক করে বলতে না পারলেও ভোর ৪টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুর স্টেশন পার হয়েছে বলে তিনি জানান।

খবর পেয়ে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ এসে যুবকের লাশটি নিয়ে যায়।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, মির্জাপুর রেল স্টেশনে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের আঙুলের ছাপ সংগ্রহ করে তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হবে বলে তিনি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।