দুমকী প্রতিনিধিঃ দ্রব্যমূল্যের ঊধর্ধগতি রোধ ও রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে পটুয়াখালী জেলার দুমকী উপজেলায়, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় উপজেলার থানা ব্রীজ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পীরতলা বাজার ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে নুতন বাজার এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন দুমকী উপজেলা নায়েবে আমীর মাওলানা আলতাফ হোসেন, সাবেক সেক্রেটারি মাওলানা আবুল খায়ের, ঢাকাস্থ জনকল্যাণ সমিতির সেক্রেটারি শরীফ মোহাম্মদ সিদ্দিকুর রহমান, দুমকী উপজেলা জামায়াত ইসলামি সেক্রেটারি হাবিবুর রহমান পলাশ, পাঙ্গাশিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা ফারুক ফরাজী, লেবুখালী ইউনিয়ন সভাপতি মোঃ বশির উদ্দিন খান, শ্রীরামপুর ইউনিয়ন সভাপতি আব্দুস সালাম খান,
আঙ্গারিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা ছগীর আহমেদ, মুরাদিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা আবুল কালাম প্রমুখ।
জামায়াতে ইসলামীর দুমকী উপজেলা আমির মাওলানা জালাল আহম্মেদ খানের সভাপতিত্বে বক্তারা বলেন, ‘দ্রব্যমূল্যের কষাঘাতে দেশের মানুষ আজ বিপর্যস্ত। ফ্যাসিবাদের দোসররা সিন্ডিকেটের মাধ্যমে নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি করে জনগণের পকেট কাটতে ব্যস্ত রয়েছে।’ অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিও জানান তারা।