মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিশু উদ্যান, পাবলিক লাইব্রেরি অবৈধ দখলমুক্ত ও সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে কলেজ রোডস্থ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় সড়কে শিশু উদ্যানের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সচেতন নাগরিক সমাজ শ্রীমঙ্গলের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মো: কাওছার ইকবাল, ইসমাইল মাহমুদ, আহমেদ ফারুল মিল্লাদ, কবি জাভেদ ভুঁইয়া, আবৃত্তিকার বিকাশ দাশ বাপ্পন, রাজনৈতিক নেতা তুহিন চৌধুরী, শিক্ষক ফুয়াদ ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের দিলোয়ার হোসেন, নিলয় রশিদ, মোজাহিদুল ইসলাম, আফজল হোসাইন, হোসাইন মোহাম্মদ আফজাল, ফারজানা নাজনিন নিশি, নৃত্য শিল্পী দীপ দত্ত আকাশ প্রমুখ।বক্তারা ৪৮ ঘন্টার মধ্যে শিশু উদ্যান অবৈধ্য দখলমুক্ত করার দাবী জানান, অন্যতায় শ্রীমঙ্গলের সর্বস্তরের মানুষদের নিয়ে তারা দখলমুক্ত করবেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।