সীমান্ত দাস, স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের মির্জাপুরে স্কুলছাত্রী অপহরণের ঘটনায় থানায় অভিযোগ করায় বাদী ও ছাত্রীর পিশা (ফুফা) ওপর হামলা করেছে অপহরণের সাথে জড়িতরা।
শুক্রবার রাতে উপজেলার গোড়াই ইউনিয়নের একটি গ্রামে এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত বাদী খুশী মোহন মন্ডল (৬৫) ও পিশা (ফুফা) গিরেন সরকার (৩৫) কে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা গেছে, সোমবার (১৭ ফ্রেরুয়ারি) উপজেলার দেওহাটা উচ্চ বিদ্যালয়ের অপহৃত দশম শ্রেণীর ছাত্রী (১৪) প্রতিদিনের মত ক্লাশে যায়। সে বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। এরমধ্যে একই গ্রামের খুশী মন্ডলের ছেলে খোকন (২৩) ওই ছাত্রীর সাথে নিজের ছবি ফেসবুকে ছেড়ে দেয়। খোকন ওই ছাত্রীকে অপহরণ করে অন্যত্র গোপন স্থানে অবস্থান করছেন ফেসবুকের মাধ্যমে জানতে পেয়ে ছাত্রীর দাদু খুশী মোহন মন্ডল মির্জাপুর থানায় অভিযোগ দায়ের করেন।
এদিকে ছাত্রী অপহরণের ঘটনায় থানায় অভিযোগ দেয়ায় ক্ষিপ্ত হয়ে অপহরণকারী খোকনের লোকজন শুক্রবার রাত নয়টার দিকে বাদী খুশী মোহন ও পিশা গিরেনের ওপর লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। রাতে আহত দু’জনকেই কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন বাদী খুশী মোহন মন্ডল বলেন, নাতিনকে ফিরে পেতে থানায় যাওয়ায় খোকনের ভাই রিপন, প্রকাশ, গোপাল ও শম্ভুসহ ৫/৭ জন মিলে আমাদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করেছে।
মামলার তদন্তকারী অফিসার দেওহাটা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নূরুন্নবী বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে। বাদী ও ছাত্রীর ভগ্নিপতির ওপর হামলার বিষয়টিও তদন্ত করে দেখা হবে বলে তিনি জানান।