বিপ্লব দাস, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : বোয়ালখালীতে উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা’র বিদায় ও মোহাম্মদ রহমত উল্লাহকে বরণ করা হয়েছে।
সোমবার (১৭ই ফেব্রুয়ারী) বিকেলে বোয়ালখালীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন মোহাম্মদ রহমত উল্লাহ। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও রহমত উল্লাহকে বরণ ও হিমাদ্রী খীসাকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন অফিসার্স ক্লাবের সদস্যরা।
সদ্য বিদায়ী ইউএনও হিমাদ্রী খীসা কুমিল্লা জেলার লালমাই উপজেলায় বদলী হওয়ায় তার স্থলাভিষিক্ত হয়েছে রহমত উল্লাহ। এর আগে, তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় এবং রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালের ২ মে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন ৩৫তম বিসিএস ব্যাচের এ কর্মকর্তা। একই বছর সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায়, সিরাজগঞ্জ সদর উপজেলা ও ঢাকার সাভার উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর তিনি সিনিয়র সহকারী কমিশনার পদে পদোন্নতি পান।