ঢাকামঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বোয়ালখালীতে ইউএনও হিমাদ্রি খীসার বিদায় ও রহমত উল্লাহকে বরণ

বিপ্লব দাস | বোয়ালখালী
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

বিপ্লব দাস, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : বোয়ালখালীতে উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা’র বিদায় ও মোহাম্মদ রহমত উল্লাহকে বরণ করা হয়েছে।

সোমবার (১৭ই ফেব্রুয়ারী) বিকেলে বোয়ালখালীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন মোহাম্মদ রহমত উল্লাহ। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও রহমত উল্লাহকে বরণ ও হিমাদ্রী খীসাকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন অফিসার্স ক্লাবের সদস্যরা।

সদ্য বিদায়ী ইউএনও হিমাদ্রী খীসা কুমিল্লা জেলার লালমাই উপজেলায় বদলী হওয়ায় তার স্থলাভিষিক্ত হয়েছে রহমত উল্লাহ। এর আগে, তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় এবং রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালের ২ মে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন ৩৫তম বিসিএস ব্যাচের এ কর্মকর্তা। একই বছর সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায়, সিরাজগঞ্জ সদর উপজেলা ও ঢাকার সাভার উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর তিনি সিনিয়র সহকারী কমিশনার পদে পদোন্নতি পান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।