ঢাকামঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক গ্রেপ্তার

সীমান্ত দাস | স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৮:২০ পূর্বাহ্ণ
Link Copied!

সীমান্ত দাস, স্টাফ রিপোর্টার : অপারেশন ডেভিল হান্টে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মীর লতিফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার আজগানা ইউনিয়নের আজগানা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার আজগানা গ্রামের মীর ছাত্তারের ছেলে।

জানা গেছে, গত ৪ঠা আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুচোখ অন্ধ হয়। এঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলী আদালতে পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতা সহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে মীর লতিফকে গ্রেপ্তার করা হয়েছে।

এপর্যন্ত অপারেশন ডেভিল হান্টে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, হিমেলের মার করা মামলার তদন্তে গ্রেপ্তার উপজেলা আওয়ামীলীগ নেতা মীর লতিফের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে টাঙ্গাইল আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।