মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলা অটো-রিক্সা, বেবী, টেম্পু, সিএনজি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-২৩৫৯)-এর ত্রি-বার্ষিক নির্বাচন জমজমাট হয়ে উঠেছে। আগামী ২২শে ফেব্রুয়ারী শ্রমিক ইউনিয়ন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরইমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আজিজুল হক সেলিম। এছাড়া ১৭টি পদের জন্য ২৭টি মনোনয়ন পত্র দাখিল করেন প্রার্থীরা।
গত শনিবার (৮ই ফেব্রুয়ারী) জেলা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার রফিকুল ইসলামের কাছে উৎসবমুখর পরিবেশে ১৭টি পদের জন্য ২৭টি মনোনয়ন পত্র জমা পড়ে।
সভাপতি আজিজুল হক সেলিমের পক্ষে বিভিন্ন উপজেলা থেকে তার সমর্থকরা মিছিলে মিছিলে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে মনোনয়ন দাখিল করতে আসেন। নির্বাচনী মনোনয়ন পত্র জমা নেন প্রধান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম রসিক।
এসময় উপস্থিত ছিলেন সদস্য সচিব আব্দুর রহিম রিপন ও তোয়েল আহমদ। সভাপতি পদে এককভাবে মনোনয়ন দাখিল করেন মৌলভীবাজার জেলা অটো-রিক্সা, বেবী, টেম্পু, সিএনজি শ্রমিক ইউনিয়ন (২৩৫৯)-এর সাবেক সাধারন সম্পাদক আজিজুল হক সেলিম। তার মনোনয়নে ক্রুটি না থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হতে যাচ্ছেন তিনি।
সাধারন সম্পাদক পদে জন্য ৩টি মনোনয়ন দাখিল হয়েছে।
আগামী ২২শে ফেব্রুয়ারী ২৬ হাজার শ্রমিক ইউনিয়নের সদস্য ভোটার ১৬টি পদের তাদের পছন্দের ব্যক্তিদেরে ভোট প্রয়োগ করে নির্বাচিত করবেন।
প্রধান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম রসিক জানান, মৌলভীবাজার জেলা অটো- রিক্সা,বেবী, টেম্পু, সিএনজি শ্রমিক ইউনিয়ন(২৩৫৯) এর ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২২শে ফেব্রুয়ারী উৎসবমুখর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে করতে আমাদের সব প্রচেষ্টা অব্যহত থাকবে। শ্রমিক ইউনিয়নের দীর্ঘ দিনের দাবী সুষ্ট উৎসব মুখর নির্বাচনের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। পরবর্তী ধাপও সফল ভাবে হবে।
মৌলভীবাজার জেলা অটো- রিক্সা,বেবী, টেম্পু, সিএনজি শ্রমিক ইউনিয়ন(২৩৫৯) এর প্রতিষ্টার পর এই ২য় বার উৎসব মুখর একটি নির্বাচন হতে চলছে।