ঢাকাবৃহস্পতিবার , ১ মে ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের ভূয়া সার্টিফিকেট দ্বারা নিবন্ধন গ্রহন করে দলিল লেখক রাশেদুজ্জামানের এখোনও বহাল আছেন!! 

dhaka24
মে ১, ২০২৫ ১২:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ আব্দুর রব সিলেট বিভাগীয় ব্যুরো প্রধানঃ

 

স্বৈরাচার আওয়ামী সরকারের শিক্ষা মন্ত্রনালয়

সম্পর্কিত স্থায়ী কমিটির তৎকালীন সভাপতি ডেভিল রাশেদ খান মেনন। তারই সুপারিশে ২০১৩ সালে জাল সার্টিফিকেট দিয়ে দলিল লেখক এর সনদ হাসিল করা অভিযোগ পাওয়া গেছে সিলেটের রাশেদুজ্জান রাশেদ-এর বিরুদ্ধে, যা বাংলাদেশ নিবন্ধন অধিদপ্তরের ডায়রী নং১৩৮৪৫ তারিখ-২৫.১১.২০১৩ইংরেজি,

 

 

তখন আবদনে তিনি নিজেকে সিলেট সদর সাবরেজিস্ট্রি অফিসে দুইজন দলিল লেখকের দীর্ঘদিনের সহকারী দাবি করেন।

 

আবদনের সাথে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সনদের কপিও সংযুক্ত করেন।

 

সনদ প্রাপ্তির পরপরই তৎকালীন শাসকদলীয় দলিল লেখক হিসেবে পুরো সিলেট সদর সাবরেজিস্ট্রি অফিস একহাত করে নেন তিনি।

 

সর্বত্র বহুল আলোচিত হয়ে ওঠা এই দলিল লেখক রাশেদুজ্জানের বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ কতোয়ালপুর উত্তরপাড়ায়।

তিনি ওই পাড়ার মৃত সবুর মিয়ার পুত্র।

 

রাশেদুজ্জামান রাশেদের বিরুদ্ধে বড় অভিযোগ তিনি এসএসসি পাশের জাল সনদে দলিল লেখকের সনদ হাসিল করেছেন,যা সিলেট সদর সাবরেজিস্ট্রি অফিসের সনদ নং-৩১৭।

 

নিবন্ধনকালে তিনি শিক্ষাগত যোগ্যতার যে সনদ দাখিল করেছিলেন সেটি ছিল দি সিলেট এইডেড হাই স্কুলের ২০০৬ সালের সনদ। অথচ ২০০৬ সালে এইডেড হাইস্কুল থেকে যে ২২৯ জন এসএসসি পাশ করেছিলেন তাদের তালিকায় রাশেদুজ্জামান রাশেদ নামের কেউই ছিলেন না।

 

পতিত সরকারের শাসনামলে ভুয়া দলিল লেখক রাশেদুজ্জামান সরকার দলের প্রভাব খাটিয়ে সিলেট সদরের সকল সাবরেজিস্ট্রার ও তার অধীনস্তদের

 

নানা ভয় ভীতি দেখিয়ে অবৈধ দলিল সম্পাদন,ভূমির খতিয়ান ও শ্রেণি পরিবর্তনের মাধ্যমে দলিল সম্পাদন করিয়ে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাকি, এমনকি সরকারি সম্পত্তি এবং চা বাগানের ভূমিও ব্যক্তির নামে দলিল করিয়ে দিতে সক্ষম হন।

 

 

এক কথায় সিলেট সদর সাবরেজিস্ট্রি অফিসের কর্মকর্তা কর্চারী, নকল নবীশ ও ডিড রাইটারদের সম্পূর্ণ জিম্মি করে রেখেছিলেন তিনি।

 

তার কোনো অপকর্মের প্রতিবাদ করার সাহস ছিল না কারোর।

 

কিন্তু গত ৫ আগস্ট পটপরিবর্তন ও ফ্যাসিস্ট সরকারের পতনের পর পরিস্থিতি পাল্টে যায়। তার অপরাধ অপকর্মের প্রতিবাদে সরব হয়ে ওঠেন সিলেট সদর সাবরেজিস্ট্রি অফিসে দলিল লেখকসহ কর্মকর্তা কর্মচারীরা।

 

তারা অবিলম্বে দলিল লেখক রাশেদুজ্জামানের বহিস্কার ও তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার দাবিতে,বিভিন্ন কর্মসূচি পালন করতে শুরু করেন।

 

কিন্তু তা সত্বেও অজ্ঞাত কারণে ভূয়া দলিল লেখক রাশেদুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করছেন তারা।

 

সর্বমহল প্রশ্ন তুলেন ভূয়া দলিল লেখক রাশেদুজ্জামান রাশেদের খুটির জোর কোথায় ||

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।