মন্জুরুল আহসান শামীম
কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় লাইসেন্সবিহীন ল্যাবরেটরি পরিচালনা, অনিয়মতান্ত্রািক এক্স রে রুম নির্মাণ সহ বিভিন্ন অভিযোগে উপজেলা পরিষদের সামনে স্থাপিত ল্যাবওয়ান প্লাস ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক এঁর ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকালে ষ্টেশন রোডে অবস্থিত ল্যাবওয়ান প্লাস ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিদুল হক ল্যাবের লাইসেন্স দেখতে চাইলে মালিকপক্ষ কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি ( নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এ মোতাবেক ওই প্রতিষ্ঠানের ৫ হাজার টাকা জরিমানা করেন।
এসময় কাউনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুজয় সাহা উপস্থিত ছিলেন।