ঢাকামঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫
  • অন্যান্য
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি-সংবাদ
  7. খেলা-ধুলা
  8. জাতীয়
  9. জীবনযাত্রা
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ডুমুরিয়ায় বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

dhaka24
এপ্রিল ২৯, ২০২৫ ১০:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনাঃ

চলতি মৌসুমে ডুমুরিয়ায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

সরকার যে ধান ও চালের দাম নির্ধারণ করেছেন আমরা আশা করছি এতে কৃষক উপকৃত হবেন। সেই সাথে মিল মালিকরাও স্বাচ্ছন্দ্যে তাদের উৎপাদিত চাল গুদামে সরবরাহ করতে পারবেন।

কৃষক এবং মিলার উভয়ে যাতে ন্যায্য মূল্য পায় সেদিক বিবেচনা করে সরকার ধান, চাল ও গমের মূল্য নির্ধারণ করে দিয়েছেন। কৃষক যাতে গুদামে ধান নিয়ে এসে হয়রানি না হয় সেটি স্থানীয় প্রশাসন, কৃষি ও খাদ্য বিভাগের কর্তকর্তাদের নিশ্চিত করতে হবে।

৩৬ টাকা কেজি দরে ১ হাজার ৬’শ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ১ হাজার ৪২ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে বলে সংশ্লিষ্ট দপ্তরটি জানিয়েছেন। উপজেলা খাদ্য পরিদর্শক মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্বে খাদ্য গুদামে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি বলেন, ‘বোরো মৌসুমে ৪৯ টাকায় চাল ও ৩৬ টাকা কেজি দরে ধান কিনবে সরকার। সরকার যে দাম নির্ধারণ করেছেন আমরা আশা করছি এতে কৃষক উপকৃত হবেন।’

এসময়ে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুলতানা খানম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ বায়েজিদ, ডুমুরিয়া সদর ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু প্রমুখ।

উল্লেখ্য এবার অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৫ মৌসুমের আওতায় সররকারি প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য ৩৬ টাকা, প্রতি কেজি সিদ্ধ চালের সংগ্রহ মূল্য ৪৯ টাকা, প্রতি কেজি আতপ চালের মূল্য ৪৮ টাকা ও গমের মূল্য প্রতি কেজি ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

২৭ এপ্রিল থেকে ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।